খোলা বাজার২৪,বুধবার, ১৬ ডিসেম্বর ২০১৫: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেছেন, পৌর নির্বাচন নিয়ে মিথ্যাচার করে বিএনপি দেশের মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে।
তিনি আজ বিকেলে জেলার সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন।
ডা. দীপু মনি বলেন, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে, সরকারও সহযোগিতা করছে। তবুও বিএনপি লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলছে অথচ সরকার দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নেই। তিনি বলেন, সরকারের এমপি-মন্ত্রীরা নির্বাচনী প্রচারনায় নামতে না পারলেও বিএনপির সব নেতারাই প্রচারনায় নামতে পারছে। এক্ষেত্রে সরকারি দলের চেয়ে বরং বিএনপি বেশি সুয়োগ পাচ্ছে। নির্বাচন নিয়ে এমন অভিযোগ ভোট গণনার আগ পর্যন্ত বিএনপি করে যাবে।
এ সময় সিভিল সার্জন রথিন্দ্র নাথ, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান চাকমা, জেলা বিএমএ’র সভাপতি ডা. হারুন অর রশিদ (সাগর) সাধারণ সম্পাদক মাহামুদুন নবী মাসুম ও লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম খান উপস্থিত ছিলেন।