Tue. May 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

15খোলা বাজার২৪,বুধবার, ১৬ ডিসেম্বর ২০১৫: বিএনপি প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে চন্দ্রিমা উদ্যানে দলটির নেতাকর্মীদের ঢল নেমেছে। বুধবার সকাল থেকেই মূলত সমাধিস্থলে নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সরেজমিনে দেখা গেছে, বিজয় দিবসের আনন্দের দিনে দলের প্রতিষ্ঠাতাকে শ্রদ্ধা জানাতে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতকর্মীরা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এসে জমায়েত হয়েছেন চন্দ্রিমা উদ্যানে।

জানা গেছে, সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে চন্দ্রিমা উদ্যানে স্বামীর (জিয়াউর রহমান) সমাধিতে শ্রদ্ধা জানাবেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

এদিকে মূলত খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করেই জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে ভীড় করছেন দলটির নেতাকর্মীরা। দীর্ঘ দিন আত্মগোপনে থাকা অনেক নেতাকেই জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। সকাল থেকেই বিভিন্ন স্লোগানে চন্দ্রিমা উদ্যানকে মুখরিত করে রেখেছেন দলটির অপেক্ষমান নেতাকর্মীরা।