খোলা বাজার২৪,রবিবার, ২০ ডিসেম্বর ২০১৫: ম্যানচেস্টার ইউনাইটেডের দু:সময় কাটছেই না। শনিবার রাতে পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা নরিচ সিটির কাছে ২-১ গোলে হেরে গেছে লুই ফন খালের দল।
এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ছয় ম্যাচে জয়শূন্য থাকল ইউনাইটেড, তার মধ্যে শেষ তিনটিতেই হার।
ওল্ড ট্র্যাফোর্ডে এ দিন দুই অর্ধে একটি করে গোল হজম করে ‘রেড ডেভিলস’ নামে পরিচিত দলটি। পরে একটি গোল শোধ করলেও হার এড়াতে পারেনি তারা।
আক্রমণাত্মক ফুটবল না খেলার জন্য সমালোচনার মুখে পড়া লুই ফন খালের শিষ্যরা এ দিন অবশ্য শুরু থেকেই প্রতিপক্ষের রক্ষণে চাপ বাড়াতে থাকে। চোট কাটিয়ে ফেরা মূল তারকা ওয়েইন রুনির নেতৃত্বে প্রথম ২৫ মিনিটে বেশ কবার সুযোগও পায় তারা। কিন্তু কোনোটারই শেষটা সুখকর হয়নি।
খেলার ধারার বিপরীতে ৩৮তম মিনিটে নরিচের ফরোয়ার্ড ক্যামেরন জেরোমে ওল্ড ট্যাফোর্ডকে স্তব্ধ করে দেন। ডান দিক থেকে বল পায়ে কিছুটা কোনাকুনি দৌড়ে ডি-বক্সে ঢুকে জোরালো শটে গোলটি করেন এই ইংলিশ ফরোয়ার্ড। বল গোলরক্ষক দাভিদ দে হেয়ার হাতে লাগলেও ভিতরে ঢুকে যায়।
৫৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে অতিথিরা। মাঝ মাঠে রুনি নিয়ন্ত্রণ হারালে বল পেয়ে যায় নরিচ। দুই সতীর্থের পা ঘুরে বল পাওয়া নরওয়ের মিডফিল্ডার আলেকসান্দের তেত্তি কিছুটা দৌড়ে ডি-বক্সে ঢুকেই ডান পায়ের জোরালো নিচু শটে লক্ষ্যভেদ করেন।
৬৬তম মিনিটে ব্যবধান কমিয়ে লড়াইয়ের আভাস দেয় স্বাগতিকরা। ডি-বক্সে জটলার মধ্যে বল পেয়ে সামনে থাকা এক জনের বাধা এড়িয়ে ডান পায়ের শটে গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড অন্তনি মার্সিয়াল।
বাকি সময়ে বেশ কয়েকটি ভালো সুযোগও পেয়েছিল ইউনাইটেড, কিন্তু গত কয়েক ম্যাচের মতোই গোল করতে না পারার ব্যর্থতা পিছু ছাড়াতে পারেনি দলটি। ফলে প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় এবং সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তৃতীয় হার নিয়ে মাঠ ছাড়ে তারা।
এই হারে পঞ্চম স্থানে নেমে গেছে ইউনাইটেড, তাদের পয়েন্ট ১৭ ম্যাচে ২৯।
মৌসুমের চমক লেস্টার সিটি জয়ের ধারা ধরে রেখেছে; এবার তারা এভারটনকে ৩-২ গোলে হারিয়েছে। এই জয়ে শীর্ষে থাকা লেস্টারের পয়েন্ট হলো ১৭ ম্যাচে ৩৮।
অন্য ম্যাচে চেলসি ৩-১ গোলে হারিয়েছে নরিচ সিটিকে। ঘরের মাঠে এই জয়ে ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চদশ স্থানে উঠে এসেছে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি।