Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

24খোলা বাজার২৪,রবিবার, ২০ ডিসেম্বর ২০১৫: পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ নিতে দল সমর্থিত পেশাজীবী সংগঠনের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া।

শনিবার রাতে পেশাজীবী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে বিএনপি চেয়ারপারসন এই আহ্বান জানান বলে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মাসুদ আহমেদ তালুকদার জানিয়েছেন।

তিনি বলেন, “ম্যাডাম বলেছেন, পৌর নির্বাচনে পেশাজীবীদের মাঠে নামতে হবে। ভোট কারচুপি যাতে না হয়, জনগণ যাতে ভোট কেন্দ্রে যেতে পারে সেজন্য যে যেখানে আছেন, যার যার অবস্থানে থেকে কাজ করুন।

“ভোটের জন্য প্রার্থীদের পক্ষে মাঠে নামতে বলেছেন।”

রাত সাড়ে ৯টা থেকে ১০টা ৫০মিনিট পর্যন্ত বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এই বৈঠক হয়।

আগামী ৩০ ডিসেম্বর সারা দেশের ২৩৪টি পৌরসভায় নির্বাচন হবে। প্রথমবারের মতো পৌর মেয়র পদে দলীয়ভাবে অনুষ্ঠেয় ভোটে ২৩১টি পৌরসভায় প্রার্থী দিয়েছে বিএনপি।

বাকি দুটি পৌরসভায় জোট শরিক এলডিপি ও জাতীয় পার্টির (কাজী জাফর) প্রার্থীদের সমর্থন দিয়েছে দলটি। এলডিপির প্রার্থী দলীয় প্রতীক ছাতা নিয়ে ভোটে লড়লেও অন্যজন ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বৈঠকে সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী, মহাসচিব অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সদরুল আমিন, অধ্যাপক কামরুল আহাসান সিদ্দিকী, অধ্যাপক শামসুল আলম, সাংবাদিক ইউনিয়নের নেতা এম এ আজিজ, আবদুল হাই শিকদার, সৈয়দ আবদাল আহমেদ, জাহাঙ্গীর আলম প্রধান, আইনজীবী মাহবুবউদ্দিন খোকন, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, খোরশেদ মিয়া আলম, প্রকৌশলী আনহ আখতার হোসেন, মুহিত সিদ্দিকী, হাছিন আহমেদ, চিকিৎসক একেএম আজিজুল হক, মোস্তাক রহিম স্বপন, রফিকুল ইসলাম বাচ্চু, কৃষিবিদ এমএ করিম, আনোয়ারুন্নবী মজুমদার, হাসান জাফির তুহিন, শিল্পী রাহিদা খান ঝুনু, আরিফ মুন্সী, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের নেতা রফিকুল ইসলাম, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নেতা জাকির হোসেন উপস্থিত ছিলেন।

এছাড়া নার্সেস অ্যাসোসিয়েশনের জাহানারা বেগম, মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের বিপ্লব-উজ-জামান বিপ্লব, ইউনানি ও আয়ুর্বেদি চিকিৎসক অ্যাসোসিয়েশনের মির্জা লিটন, ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশনের কামরুজ্জামান কল্লোল, ডিপ্লোমা এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন জিয়াউল হায়দার পলাশ ছিলেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বৈঠকে উপস্থিত ছিলেন।