Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

52খোলা বাজার২৪,রবিবার, ২০ ডিসেম্বর ২০১৫: লিওনেল মেসি। লুইস সুয়ারেজ। নেইমার। তিনজন।

স্প্যানিশ লিগ। স্প্যানিশ কাপ। চ্যা​ম্পিয়নস লিগ। শিরোপাত্রয়ী।
২০০৯। ২০১১। ২০১৫। তিন বিশ্বকাপ।

কী আশ্চর্য, আজ জাপানের ইকোহামায় অনুষ্ঠিত ফাইনালে​ও তিনের বৃত্তেই থাকল বার্সা। রিভার প্লেটকেও ৩-০ গোলে হারিয়ে ক্লাব শ্রেষ্ঠত্বে বিশ্বমুকুটও পরল ইউরোপের সেরারা। প্রথম ক্লাব হিসেবে তিনটি বিশ্বকাপ জিতল বার্সা। সব মিলিয়ে এটি এ বছরে তাদের পঞ্চম শিরোপা। স্প্যানিশ সুপার কাপটা অবিশ্বাস্যভাবে হেরে না গেলে গার্দিওলার আমলের শিরোপা-ষষ্ঠকের পুনরাবৃত্তি হয়েও যেত।

একটি গোল মেসির। বাকি দুটো সুয়ারেজের। গোল তালিকায় নেইমারের নাম নেই। কিন্তু দুটো গোলই নেইমারের বানিয়ে দেওয়া। সে​মিফাইনালে না থাকলেও আজ ঠিকই এমএসএন-ত্রয়ী মাঠে নামল। এবং অর্কেস্ট্রা জমিয়ে তুলতে সময় লাগল ৩৫ মিনিট। এর পরই নেইমারের ক্রস থেকে মেসির প্রথম গোল। প্রথমার্ধ ১-০ ছিল বলে রিভারের ঘুরে আসার সম্ভাবনা সুযোগ দুটোই ছিল।

কিন্তু ৪৯ মিনিটে সুয়ারেজ তাঁর প্রথম আর ৬৮ মিনিটে দ্বিতীয় গোলটি করে ‘সব শেষ’ করে দেন। এই টুর্নামেন্টে উরুগুইয়ান স্ট্রাইকারের পাঁচ গোল। সব মিলে তিন আসরে পাঁচ গোল লিওনেল মেসিরও। ক্লাব বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসি-সুয়ারেজ ছাড়াও আছেন আর্জেন্টিনার সিজার ডেলগাডোও।