খোলা বাজার২৪, ২০ ডিসেম্বর ২০১৫ : শাহ্জালাল ইসলামী ব্যাংক লিঃ এর সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীর গুলশান, বারিধারা, নিকেতন ও বনানী এলাকায় কার্যকরী নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় গঠিত The Law and Order Coordination Committee (LOCC)-কে সিসিটিভি স্থাপনের জন্য ব্যাংকের পক্ষ থেকে ২৫ লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ২০ ডিসেম্বর ২০১৫ইং তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান জনাব এ. কে. আজাদ, ডিএমপি-এর সহকারী কমিশনার জনাব রফিকুল ইসলাম এর নিকট উক্ত আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান আলহাজ্জ মোহাম্মদ ইউনুছ, ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্জ ইঞ্জি. মোঃ তৌহিদুর রহমান, পরিচালক আলহাজ্জ আনোয়ার হোসেন খান, আলহাজ্জ মহিউদ্দিন আহমেদ, আলহাজ্জ খন্দকার সাকিব আহমেদ, আলহাজ্জ আব্দুল হালিম, জনাব ফকির আখতারুজ্জামান, জনাব এম. শামসুল হক (প্রতিনিধি: আনোয়ার খান মডার্ন হাসপাতাল লি:), বিকল্প পরিচালক আলহাজ্জ রুকন উদ্দিন খান, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ সেতাউর রহমান এবং মোঃ মনজেরুল ইসলাম উপস্থিত ছিলেন। ।