Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

Opening Pictureখোলা বাজার২৪, ২৩ ডিসেম্বর ২০১৫ : রাজধানীর বর্ধিঞ্চু শিল্প এলাকা রায়েরবাজারে ১০২তম শাখা উদ্বোধন করল এক্সিম ব্যাংক। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজ (ডিসেম্বর ২৩, ২০১৫) আনুষ্ঠানিকভাবে এই শাখা উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সিরাজুল হক মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া রায়েরবাজার বধ্যভূমীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি এক্সিম ব্যাংকের কার্যক্রম বিশদভাবে আলোচনা করে ব্যাংকের দৃঢ় আর্থিক অবস্থান ও সিএসআর কার্যক্রমে ব্যাংকের অবদান তুলে ধরেন এবং স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণকে এক্সিম ব্যাংকের শরীয়াহভিত্তিক কল্যাণমূখী ব্যাংকিংয়ের অংশীদার হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বদিউল আলম ও আব্দুল হামিদ, এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম সিরাজুল ইসলাম, মোঃ ফিরোজ হোসেন এবং প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।