খোলা বাজার২৪,শনিবার, ২৬ ডিসেম্বর ২০১৫: রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল সৈয়দপুর গ্রামে কাদিয়ানি মসজিদে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার রাতে বিস্ফোরক দ্রব্য আইনে মামলাটি দায়ের করে বাগমারা থানা পুলিশ। মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বাগমারা থানার ওসি মতিয়ার রহমান জানান, অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে মামলায়। তবে এ হামলার সঙ্গে কারা জড়িত ছিল, তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। এমনকী হামলাকারীর পরিচয়ও নিশ্চিত হওয়ার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।
এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র নিশ্চিত করেছে, এ হামলার সঙ্গে জেএমবির ক্যাডাররা জড়িত থাকতে পারে। কারণ, জেএমবির জন্মস্থান বাগমারা। বাগমারা থেকেই এ জঙ্গি সংগঠনটির ক্যাডাররা আবারো একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে বলে সংশ্লিষ্ট সূত্রের ধারণা।
প্রসঙ্গত, শুক্রবার মচমইল সৈয়দপুর গ্রামের কাদিয়ানি মসজিদে জুমার নামাজ চলাকালে আত্মঘাতী বোমা হামলায় বোমা বহনকারী এক যুবক নিহত হন। এ ঘটনায় মারাত্মকভাবে আহত হন তিন মুসল্লি। তারা রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।