খোলা বাজার২৪,শনিবার, ২৬ ডিসেম্বর ২০১৫: রাঙামাটিতে “ফিস্টুলা হোক নির্বাসিত, নারী হোক সম্মনিত”এই শ্লোগানকে সামনে রেখে শনিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তর সার্বিক তত্তাবধানে, ইউএনএফপিএ আর্থিক সহযোগিতায় এবং বাংলাদেশ ইউমেন্স হেলর্থ কোয়ালিশনের বাস্তবায়নে সিভিল সার্জন সম্মেলন কক্ষে প্রসবজনিত ফিস্টুলা বিষয়ক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডাঃ বেবী ত্রিপুরা বলেন, বিলম্বিত ও বাঁধাগ্রস্থ প্রসবের সময় যদি বাচ্চার মাথা ৩ থেকে ১২ ঘন্টার বেশী সময়ে যোনিপথে আটকে থাকে তাহলে আশে-পাশের মাংশপেশী, যেমন মূত্রথলি ও কোন কোন সময় পায়ুপথে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। ফলে এই সমস্ত মাংশপেশীতে পচন ধরে এবং শিশু ভূমিষ্ট হবার পর সেখানে ছিদ্র হয়ে ফিস্টুলার সৃষ্টি হয় যার ফলে মাসিকের রাস্তা দিয়ে অনবরত প্রসাব এবং পায়খানা ঝরতে থাকে।
প্রসবজনিত ফিস্টলা হলে দিন রাত প্রস্রাব পায়খানা ঝরতে থাকে ও রোগীর কোন প্রস্রাব এবং পায়খানা বেগ হয় না এবং র্দুগন্ধ ছড়াতে থাকে। তিনি এসময় আরো বলেন, বর্তমানে মাতৃত্ব মৃত্যর হার প্রতি লাখে ১৭০ জন এবং গর্ভ ও প্রসবজনিত ৭৩০০ জন আক্রান্ত হয়।
ডেপুটি সিভিল সার্জন ডাঃ বিনোদ শেখর বলেন, “বিলম্বিত ও বাঁধাগ্রস্থ প্রসব রোধ করুন,প্রসবজনিত ফিস্টলা মুক্ত মাতৃত্ব নিশ্চিত করুন” জনগণকে সচেতন করা গেলে ফিস্টুলা রোগ থেকে প্রতিরোধ- প্রতিকার করা আমাদের সম্ভব হবে। প্রসবজনিত ফিস্টুলা প্রতিরোধ করতে হলে আমাদের বিলম্বিত ও বাঁধাগ্রস্থ প্রসব রোধ করতে হবে,দক্ষ সেবাদানকারী (সিএসবিএ) দ্বারা বাড়িতে নিরাপদ প্রসব করানো,নিয়মিত প্রসবপূব সেবা গ্রহণ, জরুরী প্রসবসেবায় নিশ্চিতকরণ, সঠিক সময়ে নিকটবর্তী স্বাস্থ্য সেবা কেন্দ্রে গমন করতে হবে, নারীদের ১৮ বছরের আগে বিয়ে থেকে বিরত থাকতে হবে, কিশোরী বয়সে ঘনঘন সন্তান জম্মদান থেকে বিরত থাকতে হবে এবং প্রসবজনিত ফিস্টলা মায়ের সম্পর্কে সমাজে সচেতনতা বৃদ্ধি করতে হবে। সমাজে নারীদের যদি সচেতনতা করা যায় তাহলে আমরা ফিস্টুলা প্রসবজনিত রোগ থেকে নারীদের ভবিষ্যতে আর ও ভালভাবে চিকিৎসা সেবা দিতে পারব বলে আশাবাদী।
এসময় প্রসবজনিত ফিস্টুলা বিষয়ক অবহিতকরণ ও পরিকল্পনা সভায় উপস্থিত ছিলেন,ডেপুটি সিভিল সার্জন ডাঃ বিনোদ শেখর চাকমা, পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডাঃ বেবী ত্রিপুরা, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল ,ফিল্ড ড্রিস্টিক্ট অফিসার ডাঃ হেলেন চাকমা অফিসার অপারেশন্স এন্ড নেটওয়ার্ক ফিস্টুলা রোগী চিকিৎসা ও অরোগ্য ও পুনর্বাসন শেখ আনিসুর রহমানএবং রাঙামাটির প্রিন্ট মিডিয়া ও ইলেক্টনিক সাংবাদিকবৃন্দ।