খোলা বাজার২৪,রবিবার, ২৭ ডিসেম্বর ২০১৫: পৌরভোট সামনে রেখে দেশজুড়ে বিএনপি নেতাকর্মীদের ধরপাকড় ও নির্যাতন চলছে অভিযোগ করে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যতো বাধা-নির্যাতন আসুক না কেন এবার তারা ভোটের মাঠ ছাড়বেন না।
ঠাকুরগাঁও থেকে ঢাকা ফেরার পথে শনিবার বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভায় দলীয় প্রার্থীর পক্ষে এক পথসভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
দশম সংসদ নির্বাচন বর্জন করে আসা বিএনপি গত এপ্রিলে অনুষ্ঠিত ঢাকা ও চট্টগ্রামের সিটি করপোরেশন নির্বাচন প্রার্থীদের সমর্থন দিলেও ভোটের দিন কারচুপির অভিযোগ তুলে মাঝপথে সরে দাঁড়ায় তারা।
তবে এবার আর তা হবে না বলে ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
তিনি বলেন, পৌর নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সারাদেশে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক ধরপাকড়, ভয়-ভীতি ও হয়রানি করা হচ্ছে, যাতে তারা প্রচারণায় নামতে না পারেন।
আওয়ামী লীগের প্রার্থীদের জয়ী করতে এই কৌশল নেওয়া হয়েছে বলে অভিযোগ এই বিএনপি নেতার।
“কিন্তু যতো বাধা এবং নির্যাতনই আসুক না কেন বিএনপি নির্বাচনের মাঠ ছেড়ে যাবে না। গণতন্ত্রের স্বার্থে বিএনপি নির্বাচনী লড়াইয়ে শেষ পর্যন্ত মাঠে থাকবে,” বলেন তিনি।
‘গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে’ এগিয়ে নিতে বিএনপি পৌরসভা নির্বাচনে অংশ নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মামলার আসামি হওয়ায় প্রকাশ্যে আসছেন না গোবিন্দগঞ্জ পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী ফারুক আহম্মেদ। পথসভায় তার স্ত্রী পৌর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিক মঞ্জুরী মোর্শেদার হাতে একগুচ্ছ ধানের শীষ তুলে দেন মির্জা ফখরুল।
গোবিন্দগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি রেজানুল হাবীবের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বক্তব্য রাখেন।