খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০১৫: রাজধানীর মতিঝিলের দিলকুশায় বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে ভবনের ৩য় অথবা ৪র্থ তলায় আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
ভবনের এক কর্মচারী শফিক জানান, নিয়মিত অগ্নি নির্বাপণের মহড়া চলাকালে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। বেলা ১১টায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বেলা ১১টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা।