Sun. May 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

8খোলা বাজার২৪,শনিবার, ২ জানুয়ারি ২০১৬: রাজধানীর মিরপুর থেকে আটক তিন ‘জেএমবি’ সদস্যের আরো চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে তিন আসামিকে হাজির করে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরো সাতদিনের রিমান্ড আবেদন করেন শাহ আলী থানার পুলিশ। ঢাকা মহানগর হাকিম ইউনুস খান শুনানি শেষে তাঁদের চারদিনের রিমান্ড মঞ্জুর করে।
এর আগে গত ২৫ ডিসেম্বর তিনজনকে ছয়দিনের রিমান্ডে নেওয়া হয়। ১০ দিনের রিমান্ড চাওয়া হলে ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম এ রিমান্ড দেন। ছয়দিনের রিমান্ড শেষে আজ নতুন করে রিমান্ড চাওয়া হয়।
আদালত সূত্রে জানা গেছে, তিন আসামি কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।
রিমান্ডে নেওয়া তিন আসামি হলেন ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সেস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ও জেএমবির এ গ্রুপের সমন্বয়কারী মো. আবু সাঈদ ওরফে রাসেল ওরফে সালমান, সাভারের আল-আরাফাহ ব্যাংকের একটি শাখার পিয়ন ও জেএমবি সদস্য মো. ইলিয়াস ওরফে ওমর ফারুক (২৩) এবং বোমা তৈরির কারিগর মো. মহসিন আলী ওরফে রুবেল (২০)।
এদিকে ওই অভিযানের সময় পাশের ফ্ল্যাট থেকে আটক চারজনের ব্যাপারে যাচাই-বাছাই চলছে বলে ডিবি পুলিশ জানিয়েছে।
রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনের এ ব্লকের ৯ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে ২৪ ডিসেম্বর ‘জেএমবির’ তিন সদস্যকে আটক করা হয়। এরপর তাদের বিরুদ্ধে শাহ আলী থানায় বিস্ফোরক দ্রব্য আইন ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।
মামলায় পলাতক আসামিরা হলেন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার ও জেএমবির এ গ্রুপের পরিকল্পনাকারী শাকিল এবং ঢাকা ও আশপাশের এলাকার জেএমবির কমান্ডার মো. সোহেল রানা ওরফে রায়হান ওরফে ইমরান ওরফে হিরণ। এ ছাড়া পাঁচ-ছয়জন অজ্ঞাত আসামি রয়েছে এই মামলায়।