খোলা বাজার২৪,শনিবার, ২ জানুয়ারি ২০১৬: দশম সংসদ নির্বাচনের বছর পূর্তির দিন ৫ জানুয়ারি কর্মসূচি থাকছে ক্ষমতাসীন আওয়ামী লীগেরও।
শনিবার আওয়ামী লীগের এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন দলের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।
এই দিনটি ‘গণতন্ত্র রক্ষার দিন’ হিসেবে পালনে গত বছরও কর্মসূচি ছিল আওয়ামী লীগের।
এদিন ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালনে বিএনপি ২০১৫ সালে কর্মসূচি দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
এরপর কর্মসূচিতে বাধা পেয়ে খালেদা জিয়া লাগাতার অবরোধ ডাকেন। তিন মাসের ওই কর্মসূচিতে নাশকতায় শতাধিক মানুষ মারা যায়।
২০১৫ সালের ৫ জানুয়ারি: দুই পক্ষের পাল্টপাল্টি কর্মসূচির উত্তেজনায় বিভিন্ন স্থানে পুলিশের এমন ব্যারিকেড প্রায় অচল হয়ে পড়েছিল ঢাকা ২০১৫ সালের ৫ জানুয়ারি: দুই পক্ষের পাল্টপাল্টি কর্মসূচির উত্তেজনায় বিভিন্ন স্থানে পুলিশের এমন ব্যারিকেড প্রায় অচল হয়ে পড়েছিল ঢাকা
বিএনপি এবারও দিনটিতে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার সিদ্ধান্ত নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুমতি চেয়েছে বলে শনিবার এক সংবাদ সম্মেলনে জানান দলটির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এরপর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকরা কর্মসূচির বিষয়ে প্রশ্ন করেন হাছান মাহমুদকে।
তিনি বলেন, “আমাদেরও কর্মসূচি থাকবে। তা পরে জানিয়ে দেওয়া হবে।”
পৌরসভা নির্বাচন নিয়ে বিএনপির বক্তব্যের প্রতিবাদ জানাতে এই সংবাদ ডাকা হয়েছিল।