খোলা বাজার২৪, সোমবার, ৪ জানুয়ারি ২০১৬: পাঁচ তারিখে বিএনপি রাস্তায় নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে আওয়ামী লীগ- এ ঘেষাণা দিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক সমাবেশ ও মানববন্ধনে তিনি এ ঘোষণা দেন। বিএনপির উদ্দেশ্যে হাছান মাহমুদ বলেন, গতবছর অনেক বেশি বিশৃঙ্খলা করেছে তারা। এবার আর তা বরদাস্ত করা হবে না। জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আপনাদের প্রতিহত করতে মাঠে থাকবে।