খোলা বাজার২৪, মঙ্গলবার, ৫ জানুয়ারি ২০১৬: আগামীকাল জাতীয় পার্টি রাজধানীতে শান্তি মিছিল ও সমাবেশ করবে। ‘গণতন্ত্রের জন্য শান্তি মিছিল ও সমাবেশ’ এই শ্লোগান সামনে রেখে আগামীকাল ৫ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় জাতীয় পার্টি শ্যামপুর-কদমতলী থানার উদ্যোগে ধোলাইপাড়স্থ ফ্লাইওভারের নীচ থেকে জুরাইন পর্যন্ত এই শান্তি মিছিল ও সমাবেশ করবে। মিছিলে নেতৃত্ব দেবেন ঢাকা মহানগর জাতীয় পার্টির সভাপতি ও ঢাকা-৪ আসনের এম.পি সৈয়দ আবু হোসেন বাবলা। মিছিল ও সমাবেশে জাতীয় পার্টির শীর্ষস্থানীয় ও ঢাকা মহানগরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবে।