খোলা বাজার২৪, মঙ্গলবার, ৫ জানুয়ারি ২০১৬: আজ রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৫ জানুয়ারি বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
বিকেলে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠেয় সমাবেশে অংশ নেবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনকে বিএনপি ‘গণতন্ত্র হত্যা’ দিবস হিসেবে পালন করে থাকে। দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির এ সমাবেশ। এতে লাখ লাখ লোক অংশ নেবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির সিনিয়র নেতারা।
এই সমাবেশের কথা জানতে চাইলে বিএনপির সহ দফতর সম্পাদক আবদুল লতিফ জনি বলেন, সরকার আমাদেরকে শেষ সময় এসে সমাবেশের অনুমতি দিয়েছে। যাতে করে আমরা বেশি মানুষের সমাগম না করাতে পারি। সমাবেশে উপস্থিতির কথা জানতে চাইলে তিনি বলেন, আমরা সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করেছি আমরা। আমরা আশা করি মানুষ তাদের গণতন্ত্র আদায়ের অধিকারে এই সমাবেশে উপস্থিত হবে।
ছাত্রদলের পক্ষ থেকে সমাবেশের উপস্থিতি কথা জানতে চাইলে যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোক্তার হোসেন বলেন, দুপুরের আগেই ছাত্রদলের নেতাকর্মীরা নয়াপল্টনে উপস্থিত থাকবে। ঢাকার সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সমাবেশে অংশ নেবে। এ বিষয়ে দলের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী বলেন, দীর্ঘ দিন সভা-সমাবেশ করা হয় না। সরকার আমাদেরকে সভা সমাবেশ করতে দেয় না। আমাদের কথা বেলার অধিকার কেড়ে নিয়েছে। আর এই ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা’ দিবস উপলক্ষে আমরা চেষ্টা করব এখানে বিপুল সংখ্যক ছাত্র জনতার উপস্থিতি নিশ্চিত করতে। আর আমরা সরকারের কাছে আশা করব আমাদের দলের নেতাকর্মীদের পথে পথে কোনো বাধা না দিতে।
বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট আবদুস সালাম সমাবেশে উপস্থিতির বিষয়ে বলেন, আজকের সমাবেশে লাখ লাখ জনতার ঢল নামবে।
উল্লেখ্য, ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তির দিন ‘গণতন্ত্র হত্যা’ দিবস পালনের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যোনে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি। তাদের ঘোষণার পর ক্ষমতাসীন দল আওয়ামী লীগও একই দিনে ‘গণতন্ত্রের বিজয়’ দিবস পালনে সোহরাওয়ার্দী উদ্যোনে সমাবেশের ঘোষণা দেয়। উভয় দলের এই পাল্টাপাল্টি কর্মসূচির ফলে রাজনীতিতে আবারও উত্তেজনা দেখা দেয়। এই পরিস্থিতিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ডিএমপি দুই দলকে পৃথক জায়গায় সমাবেশ করার অনুমতি দিল।