খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ৭ জানুয়ারি ২০১৬: খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বাংলাদেশের মাটিতে জামায়াতের রাজনীতি চলতে পারে না। ২০১৬ সালের মধ্যেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামায়াতে ইসলামী নিষিদ্ধ করা হবে। বৃহস্পতিবার ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে জামায়াতের ডাকা হরতালের বিরুদ্ধে রমনা থানা আওয়ামী লীগের হরতালবিরোধী মানববন্ধন কর্মসূচি চলাকালে এসব কথা বলেন তিনি। যারা মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করে, তাদের বিচারও বাংলার মাটিতে করা হবে বলে জানান কামরুল ইসলাম।
তিনি বলেন, আজকে প্রশ্ন উঠেছে জামায়াতকে নিষিদ্ধ করার বিষয়ে। স্পষ্ট বলতে চাই, জামায়াতকে নিষিদ্ধ করা সময়ের ব্যাপার মাত্র। ২০১৬ সালের মধ্যেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামায়াত নিষিদ্ধ হবে। এতে কোনো সন্দেহ নাই। বাংলাদেশের মাটিতে জামায়াতের রাজনীতি চলতে পারে না। সব প্রক্রিয়া সম্পন্ন করেই জামায়াতকে নিষিদ্ধ করা হবে। আমরা বিশ্বাস করি, তাদের অর্থের উৎসও বন্ধ করা হবে।