খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ৭ জানুয়ারি ২০১৬: মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড এবং হত্যা-গণহত্যা ও ধর্ষণসহ সুপিরিয়র রেসপন্সিবিলিটির অপরাধে ফাঁসির দণ্ড বহালের খবরে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী বিচলিত হননি। তিনি স্বাভাবিক রয়েছেন বলে জানিয়েছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট-২-এর তত্ত্বাবধায়ক প্রশান্ত কুমার বণিক
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট-২-এ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের সেলে বন্দী রয়েছেন। এর আগে তিনি কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট-২-এর তত্ত্বাবধায়ক প্রশান্ত কুমার বণিক আজ বুধবার বলেন, তাঁকে রায়ের খবর দেওয়া হয়েছে। তিনি স্বাভাবিক রয়েছেন। নিয়মিত খাবারও খেয়েছেন।
বুধবার (৬ জানুয়ারি) ৮টি মানবতাবিরোধী ৩টিতে ফাঁসি ও ২টিতে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ বহাল রেখে রায় দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। অন্য তিনটিতে চূড়ান্ত রায়ে দণ্ড থেকে খালাস পেয়েছেন নিজামী, যার মধ্যে একটিতে ফাঁসি ও দু’টিতে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ছিল ট্রাইব্যুনালের রায়ে।