খোলাবাজার২৪,রবিবার১০জানুয়ারি ২০১৬:শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে মোঃ শাহ্জাহান সিরাজ, এম আখতার হোসেন এবং আব্দুল আজিজ পদোন্নতি লাভ করেছেন। পদোন্নতি লাভের পূর্বে মোঃ শাহজাহান সিরাজ শাহ্জালাল ইসলামী ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন বিভাগের প্রধান, এম আখতার হোসেন এসইভিপি এবং আন্তর্জাতিক বিভাগ ও ব্যাংকিং অপারেশনস বিভাগের প্রধান এবং আব্দুল আজিজ এসইভিপি ও ঢাকা মেইন শাখার শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
জনাব সিরাজ ১৯৮৭ সালে পূবালী ব্যাংক লিমিটেড-এ প্রবেশনারী অফিসার হিসেবে যোগদানের মধ্য দিয়ে তাঁর ব্যাংকিং পেশা শুরু করেন। পরবর্তীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লি. (এক্সিম) এ শাখা প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। জনাব সিরাজ জুন ২০০৬-এ শাহ্জালাল ইসলামী ব্যাংকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগদান করেন এবং ব্যাংকের কয়েকটি গুরুত্বপূর্ণ শাখা যেমন- ধানমণ্ডি ও ঢাকা মেইন শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। অক্টোবর ২০১৪-এ তিনি প্রধান কার্যালয়ে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং পাশাপাশি ব্যাংকের সেন্ট্রাল কাস্টোমার সার্ভিসেস এন্ড কমপে¬ইন্ট ম্যানেজমেন্ট সেল-এর প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগ থেকে স্নাতক (সম্মান) এবং একই বিভাগ থেকে ব্যাংকিং বিষয়ে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।
জনাব এম আখতার হোসেন ভাইস প্রেসিডেন্ট হিসেবে ২০০৫ সালে শাহজালাল ইসলামী ব্যাংকে যোগদান করেন। দীর্ঘ ২৭ বছরের অধিক ব্যাংকিং অভিজ্ঞতায় সমৃদ্ধ জনাব হোসেন অগ্রণী ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংক এর বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় ব্যবস্থাপক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি করেসপনডেন্ট ব্যাংকিং, আন্তর্জাতিক বাণিজ্য, ট্রেজারীসহ বহুমুখী কাজের অভিজ্ঞতায় সমৃদ্ধ। এম আখতার হোসেন ১৯৮৮ সালে সিনিয়র অফিসার হিসেবে অগ্রণী ব্যাংকে তার কর্মজীবন শুরু করেন। যিনি পরবর্তীতে ২০০২ সালে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডে এভিপি পদে যোগ দেন। তিনি ব্যাংক অব ইংল্যান্ডের মর্যাদাপূর্ণ বৃত্তির আওতায় ইংল্যান্ডের হাল ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রী অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। তিনি দেশে ও দেশের বাহিরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশাগত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
জনাব আব্দুল আজিজ ১৯৮৬ সালে এনসিসি ব্যাংক লিমিটেড এ অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডে এভিপি এবং ২০০৫ সালে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডে এসএভিপি হিসেবে যোগদান করেন। দীর্ঘ ২৮ বছরের অধিক কর্মময় জীবনে তিনি শাখা ব্যবস্থাপনা, বৈদেশিক বাণিজ্য, বিনিয়োগ, মার্কেটিং এবং আইসিএন্ডসিডি সহ প্রভৃতি গুরুত্বপূর্ণ বিভাগে অভিজ্ঞতা অর্জন করেন। এছাড়া তিনি তাঁর সুদীর্ঘ কর্মময় জীবনে দেশে ও দেশের বাহিরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশাগত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। জনাব আব্দুল আজিজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় মাস্টার্স ডিগ্রী এবং পরবর্তীতে এলএলবি ডিগ্রী লাভ করেন। তিনি শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের বংশাল, ফরেন এক্সচেইঞ্জ শাখার ব্যবস্থাপক হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন এবং বর্তমানে ঢাকা মেইন শাখার ব্যবস্থাপক পদে দায়িত্ব পালন করছেন। জনাব আজিজ ফেনী জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন।