খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০১৬: তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত একটি পুলিশ সদর দপ্তরে গাড়িবোমা হামলায় কমপক্ষে ৫ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৩৬ জন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। খবর বিবিসির। দিয়ারবাকির প্রদেশের সিনার জেলায় বুধবার রাতে ঘটা ওই ঘটনায় নিহতদের মধ্যে এক নারী ও শিশু রয়েছে। তুরস্কের দিয়ারবাকির প্রদেশের সিনার জেলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন শিশু ও নারী রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তুরস্কের কর্মকর্তারা এই বোমা হামলার জন্য প্রাথমিকভাবে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির জঙ্গিদের দায়ী করেছে। এখনো পর্যন্ত কোনো জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
তুর্কি গণমাধ্যমগুলো জানিয়েছে, পুলিশ ভবনটির প্রবেশ ফটকে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। এতে নিকটস্থ আবাসিক ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের পর হামলাকারীরা সদর দপ্তরে রকেট ছুড়ে বলেও উল্লেখ করা হয়েছে। গত কয়েক মাসে দিয়ারবাকিরে পিকেকে বিচ্ছিন্নতাকামী ও তুর্কি সেনাদের মধ্যে বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর ফলে বেশ কয়েকটি অঞ্চলে বিভিন্ন সময় কারফিউ জারি করা হয়েছিল। সর্বশেষ এক বোমা হামলায় ১৬ তুর্কি সেনা নিহত হয়। এ ছাড়া বিদ্রোহীদের অতর্কিত এক হামলায় নিহত হয় ১৪ সেনা সদস্য।