Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

28খোলা বাজার২৪, শুক্রবার, ১৫ জানুয়ারি ২০১৬: আগামী মার্চ মাস থেকে মেট্রোরেলের মূল কাজ শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পাশাপাশি আরেকটি মেট্রোরেলের রুটে কাজ শুরু হবে বলেও তিনি জানান। মন্ত্রী বলেন, এখন আর রুট পরিবর্তনের সুযোগ নেই। জাতীয় স্বার্থে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।’
শুক্রবার সকালে মহানগর সর্বজনীন পূজা কমিটির মহানগর পরিবার দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘সাড়ে ২২ হাজার কোটি টাকা ব্যায়ে আরো একটি মেট্রোরেল আসছে। এটারও কোনো বিঘœ পরিবেশ তৈরি হবে না।’ মন্ত্রী বলেন, ‘বিলবোর্ড অপসারণ করা হচ্ছে। মহাসড়কের বিলবোর্ডও অপসারণ করা হচ্ছে। রাজধানীতে ক্লীন অ্যান্ড গ্রিন পরিবেশ তৈরি করতে চান প্রধানমন্ত্রী। এর আলোকে আমরা কাজ করছি।’ নগরীর যানজট সম্পর্কে মন্ত্রী বলেন, ‘দুই সিটি মেয়র যে কাজ করছে আমি সমর্থন করি।
অল্প সময়ের মধ্যে যানজট সমস্যা নিরসন হবে।’ দুর্ঘটনা সম্পর্কে মন্ত্রী ভারতের দুর্ঘটনার বিষয়ে উদাহরণ টেনে মন্ত্রী বলেন, ‘ভারতে যে হারে সড়ক দুর্ঘটনা ঘটছে সে হারে সড়ক দুর্ঘটনা বাংলাদেশে অনেক কম হচ্ছে। কুয়াশার কারণে দু’একটি দুর্ঘটনা ঘটছে। তার জন্য ১৫ সদস্যের একটি কমিটি গঠন করে দেয়া হয়েছে। সুশীল সমাজের প্রতিনিধিদের এই কমিটিতে রাখা হয়েছে।’ এ কমিটি আগামী রোববার থেকে কাজ শুরু করবে। তাদের সুপারিশে সরকার কাজ করবে বলে মন্ত্রী জানান।