খোলা বাজার২৪, সোমবার, ১৮ জানুয়ারি ২০১৬ : বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে স্বামীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।মঙ্গলবার সকাল ১০টায় বিএনপির চেয়ারপারসন দলীয় নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে যাবেন তিনি।বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এছাড়া ১৯ জানুয়ারি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী জেলা, মহানগর, উপজেলাথানা ও ইউনিয়ন পর্যায়ে বিএনপির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।উল্লেখ্য জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার বাগবাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯ জানুয়ারি তার ৮০তম জন্মবার্ষিকী।