খোলা বাজার২৪, সোমবার, ১৮ জানুয়ারি ২০১৬ : সমকামিতার অভিযোগে এক ব্যক্তিকে ছাদ থেকে ছুঁড়ে ফেলে মৃত্যুদণ্ড কার্যকর করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
ঘটনাটি ঘটেছে ইরাকের আল-ফুরাত প্রদেশে।
জঙ্গি সংগঠনটির পক্ষ থেকে দেয়া ভিডিও ফুটেজে দেখা যায়, হাত এবং চোখ বাঁধা অবস্থায় উঁচু ভবনের ছাদ থেকে এক ব্যক্তিকে ধাক্কা দিয়ে ফেলা দেয়া হয়। নিহত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।
আইএসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, নিহত ওই ব্যক্তি সমকামিতায় লিপ্ত ছিল। অভিযুক্ত ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরের আগে তাকে ইসলামিক আদালতে বিচার করা হয়।
এছাড়া ভবনের নিচে সাধারণ মানুষ এবং জঙ্গিদের জটলা লক্ষ্য করা যায়। ভবনের চূড়া থেকে ধাক্কা দিয়ে ফেলে মৃত্যু নিশ্চিত করা হয় অভিযুক্ত ‘সমকামীর’।
সমকামিতাকে ইসলামের পরিপন্থী ব্যাখ্যা দিয়ে আইএস এর আগেও বেশ কয়েকটি মৃত্যুদণ্ড কার্যকর করেছে এভাবে।