Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

4খোলা বাজার২৪, শুক্রবার, ২৯ জানুয়ারি ২০১৬: বাংলাদেশে মোট ‘হিজড়া’র সংখ্যা নয় হাজারের কিছু বেশি এবং হরিজন সম্প্রদায়ের লোকসংখ্যা প্রায় ১৩ লাখ বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। জাতীয় সংসদে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য মো. ইসরাফিল আলমের করা এক প্রশ্নের জবাবে বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।
প্রমোদ মানকিন জানান, সমগ্র বাংলাদেশে ২০১৫-১৬ হওয়া জরিপ অনুযায়ী ৯ হাজার তিনশ ৭৯ জন হিজড়া এবং হরিজন সম্প্রদায়ের লোক ১২ লাখ ৮৫ হাজার একজন। এছাড়া দেশব্যাপী এ পর্যন্ত ১৪ লাখ ৮৮ হাজার আট জন ব্যক্তিকে ডাক্তাররা প্রতিবন্ধী হিসেবে সনাক্ত করেছেন বলেও জানান সমাজকল্যাণ প্রতিমন্ত্রী।