খোলা বাজার২৪, রবিবার, ৩১ জানুয়ারি ২০১৬ : পাঁচদিন আগে চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজদের মধ্যে এক শিশুর লাশ বরিশাল থেকে উদ্ধার করা হয়েছে।
রোববার সকালে ফাহিম নামের দেড় বছরের শিশুটির লাশ উদ্ধার করা হয় বলে হাইমচরের উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সারওয়ার কামাল জানিয়েছেন।
ফাহিম হাইমচরের চরভৈরবী এলাকার লিটন হাজীর ছেলে।
সরওয়ার কামাল জানান, সকালে মেঘনায় এক জেলের মাছধরার জালে ফাহিমের লাশ উঠে আসে।
“পরে খবর পেয়ে তার স্বজনরা লাশ নিয়ে যায়।”
গত মঙ্গলবার সকালে হাইমচরে তেলিরমোড় এলাকা থেকে অর্ধশত যাত্রী নিয়ে ‘এমভি রবিন’ নামের ট্রলারটি ঈশানবালা যাওয়ার পথে মাঝ নদীতে মালবাহী জাহাজের ধাক্কায় ডুবে যায়।
ট্রলারডুবির ঘটনায় এখনও সাতজন নিখোঁজ রয়েছেন। এরা হলেন- মোস্তফা মৃধার ছেলে মানিক (৪) ও রতন (২), শাহ আলমের স্ত্রী নারগিস (৩০) ও মেয়ে শাহজাদী (২০), সালহা উদ্দিন নেপালের স্ত্রী আলেয়া (২৬), তার দুই সন্তান সিয়াম (৮) ও মেয়ে স্বর্ণা (৪)। তাদের বাড়ি হাইমচরের বিভিন্ন এলাকায়।