Thu. May 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

24kখোলা বাজার২৪, বুধবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৬ : জেলার বাহুবল থানা পুলিশ সুন্দ্রাটিকি গ্রাম থেকে মাটি চাপা অবস্থায় নিখোঁজ চার শিশুর লাশ উদ্ধার করেছে।
গত শুক্রবার বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে খেলার সময় একই পরিবারের চার শিশু নিখোঁজ হয়। লাশগুলো তাদের বাড়ির পার্শ্ববর্তী এলাকা থেকে উদ্ধার করা হয়। নিহত শিশুরা হল- উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে স্থানীয় স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাত ভাই আব্দুল আজিজের ছেলে চতুর্থ শ্রেণির ছাত্র তাজেল মিয়া (১০), আবদাল মিয়ার ছেলে প্রথম শ্রেণির ছাত্র মনির মিয়া (৭) এবং তাদের প্রতিবেশী আব্দুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন।
পুলিশ জানায়, লাশগুলো উদ্ধার করে হবিগঞ্জ জেলা হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে।
খুনিদের ধরতে পুরস্কার ঘোষণা
বুধবার দুপুরে ঘটনাস্থলে যান সিলেটের ডিআইজি মিজানুর রহমান। হত্যাকারীদের ধরিয়ে দিতে সহায়তাকারীকে এক লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেন তিনি। তিনি বলেন, যে ব্যক্তি এ হত্যা সম্পর্কে সঠিক তথ্য দিতে পারবে, বা হত্যাকারীদের ধরিয়ে দিতে সহায়তা করবে তাকে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। সেই সঙ্গে সহায়তাকারীর পরিচয় গোপন রাখা হবে।
র‍্যাব জানিয়েছে, নিখোঁজ হবার পাঁচ দিন পর এ শিশুদের মরদেহ পাওয়া যায়। মরদেহগুলো গলা কাটা অবস্থায় পাওয়া গেছে। সুন্দ্রাটিকি গ্রামের এক মাঠে ওই শিশুদের মরদেহ পুঁতে রাখা ছিল বলে জানাচ্ছে র‍্যাব। গত শুক্রবার এই চারজন শিশু তাদের বাড়ির পাশের মাঠে খেলতে গেলে তার পর আর তারা বাড়ি ফেরেনি।
উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে বাড়ির পাশের মাঠে খেলাধুলা করতে গিয়েছিল শুভ, তাজেল, মনির ও ইসমাইল। কিন্তু বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেলেও তারা বাসায় ফেরেনি। তাদের স্বজনরা এতে উদ্বেগ-উৎকণ্ঠা আর আতঙ্কে আশপাশে খোঁজাখুঁজি করতে থাকেন। কিন্তু কোথাও তাদের খুঁজে না পেয়ে শুক্রবার রাতেই উপজেলার সব জায়গায় মাইকে নিখোঁজের বিষয়টি প্রচার করে। শনিবার দুপুর পর্যন্ত ওই চার শিশুর সন্ধান না পেয়ে জাকারিয়া আহমেদ শুভর বাবা ওয়াহিদ মিয়া বাদী হয়ে বাহুবল মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।