খোলা বাজার২৪, শনিবার, ২০ ফেব্রুয়ারি ২০১৬: বাংলাদেশে বসছে এশিয়া কাপের ১৩ম আসর। এ নিয়ে পঞ্চমবারের মতো এশিয়ান ক্রিকেটের সবচেয়ে বড় আসরটির আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। অনেকটা গর্বেরও বটে। আগামী ২৪ ফেব্র“য়ারি থেকে শুরু হবে এশিয়া কাপ মিশন।
মূল আসরটিতে মোট ৫টি দল অংশ নেবে। স্বাগতিক বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তানের সঙ্গে যোগ দেবে বাছাইপর্ব উত্তীর্ণ হওয়া একটি দল। এবারের আসরটি হচ্ছে টি-২০ ফরম্যাটে। যা এশিয়া কাপের ইতিহাসে প্রথমবারের মতো।
ঘরের মাঠে সংক্ষিপ্ত ফরম্যাটে অনুষ্ঠ্যেয় এই টুর্নামেন্টে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন বাংলাদেশি তিন আম্পায়ার।তারা হলেন-আনিসুর রহমান, এনামুল হক মনি ও শরফুদ্দৌলাহ ইবনে শহিদ সৈকত। আসন্ন এশিয়া কাপে ৬ জন আম্পায়র থাকবেন, যার অর্ধেকটাই পূরণ করা হচ্ছে বাংলাদেশি আম্পায়ার দিয়ে।
জমজমাট এই আসরটিতে বাকি তিন আম্পায়ার হিসেবে মাঠে দায়িত্ব পালন করতে দেখা যাবে ভারতের অনিল চৌধুরী, শ্রীলঙ্কার রুচিরা পাল্লিইয়াগুরুগী ও পাকিস্তানের সোজাব রাজাকে। এ ছাড়া ম্যাচ রেফারির দায়িত্বে রয়েছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার জেফ ক্রো ও ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি রিচি রিচার্ডসন।