খোলা বাজার২৪,সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০১৬ নরসিংদী থেকে, তোফাজ্জল হোসেন ঃ-জাতীয়ভাবে মানবাধিকার শান্তি পদক,মাদার তেরেশা গোল্ড মেডেল,শেরে বাংলা স্বর্ণ পদক,কাজী নজরুল ইসলাম স্বর্ণ পদকে ভূষিত হওয়ায় জাতীয় এনজিও নেতা সমাজ সেবক,অর্গানাইজেশন ফর রুরাল এডভান্সমেন্ট (ঊষা)’র নির্বাহী পরিচালক জসিম উদ্দিন আহমেদ জাহাঙ্গীর ও ঊষা পরিবারকে স্বেচ্ছাসেবী সমন্বয় সংস্থার পক্ষ থেকে দেয়া সংবধর্না অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মন্জুর এলাহী একথা বলেন। নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী সমন্বয় সংস্থার উদ্যোগে গ্র্যান্ড হোটেল এন্ড রেষ্টুরেন্টে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমন্বয় সংস্থার সভাপতি মোঃ মতিউর রহমান ভুঞা জাকির,এতে স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী সমন্বয় সংস্থার সাধারন সম্পাদক মোঃ শাহজাহান মিয়া,এর পর সংবর্ধিত ব্যাক্তির উদ্দেশ্যে স্মারকলিপি পাঠ করেন বেসরকারী সেবা সংস্থা আশা’র জেলা ম্যানেজার মোঃ রহমতউল্লাহ । সংবর্ধিত ব্যক্তিকে ফুলের তোড়া দিয়ে সম্মান জানানোর পর অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্কলাসটিক কলেজের অধ্যক্ষ শহিদুল বাহার খাঁন,মাষ্টার আমিনুল হক চৌধুরী,ডাঃতৌফিকুল ইসলাম টিটু,পাপড়ির নির্বাহী পরিচালক আবু বাছেদ,সাপ্তাহিক চেতনা সম্পাদক এবিএম আজরাফ হোসেন টিটু,সংবাদ পত্র পরিষদের সম্পাদক নাছিবুর রহমান,নরসিংদী জেলা সমবায় ইউনিয়নের পরিচালক সাংবাদিক তোফাজ্জল হোসেন খোঁজ খবর সম্পাদক মনজিল এ মিল্লাত,মোশারফ হোসেন সজল,মিজানুর রহমান,জামাল উদ্দিন,আব্দুর রহিম প্রমুখ। প্রধান অতিথি আরো বলেন কাউকে যদি তার কাজের মূল্যায়ন করা হয় তাহলে তিনি আরো উজ্জিবীত হয়ে সমাজের জন্য আরো ভালো কাজ করেন।আমাদের উচিৎ গুণী ব্যক্তিদের সম্মাণ জানানো।আসুন আমরা ভাল কাজের মূল্যায়ন করি,খারাপ কাজকে না বলি।যারা ভাল কাজ করবে তারাই সমাজে সমাদৃত হবে।জসিম উদ্দিন আহমেদ জাহাঙ্গীর আমাদের গর্ব তিনি তার মেধা দিয়ে জাতীয়ভাবে স্বর্ণ পদকে ভুষিত হয়েছেন।আমরা তাকে জানাই হাজারো সালাম।তিনি নরসিংদীর মাটি মানুষকে গর্বিত করেছেন।আলোচনা সভা শেষে প্রধান অতিথি সংবর্ধিত ব্যাক্তিকে সম্মান সূচক ক্রেষ্ট প্রদান করেন।