Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

5kখোলা বাজার২৪, বুধবার, ২ মার্চ ২০১৬ : বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, ‘আগামী ১৯ মার্চ বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবেই। সরকার কোনো ষড়যন্ত্র করেই বিএনপির কাউন্সিল ঠেকাতে পারবে না।’ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শিক্ষক কর্মচারী ঐক্যপরিষদের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
নির্বাচন কমিশনে (ইসি) দায়িত্বপ্রাপ্তরা নিজেদের চাকরি বাঁচানোর জন্য বোবা-কালা হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থীদের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দেয়া হচ্ছে ফলে আতঙ্কিত হয়ে তারা প্রার্থীতা প্রত্যাহার করছেন অভিযোগ করে তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন আমাদের এবং গণমাধ্যমের কোনো অভিযোগ আমলে নিচ্ছে না। সরকারি দলের এ ধরনের অদ্ভুত, অভিনব, ভুতুরে কাণ্ডে নির্বাচন কমিশন তাদের সহযোগিতা করছে।’
সংগঠনের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে এসময় আরো বক্তব্য দেন, বিএনপির প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি রফিকুল ইসলাম, ডা. রফিকুল ইসলাম বাচ্চু প্রমুখ।
একদলীয় শাসনব্যবস্থার মত একদলীয় শিক্ষা ব্যবস্থা কায়েম করেছে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মন্তব্য করে রিজভী বলেন, ‘এভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে সরকার। খাতায় কিছুই লেখা হচ্ছে না অথচ তাকে পাস করিয়ে দেয়া হচ্ছে। আমাকে অনেক শিক্ষক একথা বলছেন।’
একদিকে পাঠ্যপুস্তক, আরেক দিকে নিজস্ব দর্শন উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘ছাত্রছাত্রীদের অনেক বেশি টাকা দিয়ে ফরম পূরণ করতে হচ্ছে, ভর্তি হতে হচ্ছে। যে শিক্ষাব্যবস্থা আওয়ামী হুমকির মুখে থাকে সে শিক্ষা ব্যবস্থায় তো বেশি টাকা দিতেই হবে।’