খোলা বাজার২৪, বুধবার, ২ মার্চ ২০১৬ : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদের সঙ্গে দেখা করতে আজ বুধবার নির্বাচন কমিশনে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংসের সদস্য শায়রুল কবীর খান সকাল ১০টার দিকে বাংলামেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সাক্ষাতের জন্য বিএনপিকে সময় দিয়েছেন। মূলত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে কথা বলার জন্য প্রতিনিধি দলটি ইসিতে যাচ্ছে। সেখানে ইউপি নির্বাচন নিয়ে নানা অভিযোগ, নির্বাচনের পরিবেশ ইত্যাদি নিয়ে কথা হবে।