Sat. May 10th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

15kখোলা বাজার২৪, বুধবার, ২ মার্চ ২০১৬ : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাংবাদিক নেতা শওকত মাহমুদকে ফের গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ২০১৩ সালে শাহবাগ থানায় দায়ের করা একটি মামলায় তাকে আটক দেখানো হয়। পরে সিএমএম আদালতে পুলিশ শওকত মাহমুদের সাত দিনের রিমান্ড আবেদন জানালে আদালত বেলা ১টায় এর শুনানির সময় নির্ধারণ করেন।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সভাপতি শওকত মাহমুদকে মুক্তির প্রাককালে শ্যোন অ্যারেস্ট করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাজধানীর মুগদা থানার বিস্ফোরক আইনের একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এটি ছিল তার বিরুদ্ধে ২৩তম মামলা।
এর আগে মলায় তিনি দীর্ঘ ৬ মাস আইনি লড়াই শেষে জামিন লাভ করেন। যে কোনো মুহূর্তে তার মুক্তি পাওয়ার কথা ছিল। মুক্তি ঠেকাতে নতুন মামলায় তাকে গ্রেফতার দেখানো হলো। কয়েক দিন আগে একইভাবে মুক্তির ঠিক আগ মুহূর্তে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে শাহবাগ থানার একটি মামলায় শ্যোন অ্যারেস্ট করা হয়।
এদিকে, সর্বো”চ আদালত থেকে জামিন পেয়ে মুক্তির আগ মুহূর্তে শওকত মাহমুদকে শ্যোন অ্যারেস্ট করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন- বিএফইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি শামসুদ্দিন হারুন, মহাসচিব এম আবদুল্লাহ, ডিইউজে’র সভাপতি কবি আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান।
শওকত মাহমুদের আইনজীবী এডভোকেট ফরিদুল ইসলাম ফরিদ জানান, গত বছর ১৮ আগস্ট রাজধানীর বসুন্ধরা সিটির সামনে থেকে বিনা ওয়ারেন্টে শওকত মাহমুদকে আটকের পর এ পর্যন্ত তাকে ২৩টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তন্মধ্যে ঢাকার বিভিন্ন থানার ২১টি ও কুমিল্লার চৌদ্দগ্রামের ২টি মামলা রয়েছে। ঢাকার মামলায় পুলিশ মোট ১২০ দিনের রিমান্ড আবেদন করে। দফায় দফায় রিমান্ড শেষে তিনি কাশিমপুর কারাগারে অবস্থান করছেন।
শওকত মাহমুদের স্ত্রী ফেরদৌসী মাহমুদ জানান, তারা আশা করেছিলেন দু’এক দিনের মধ্যেই তিনি জামিনে মুক্তি পাবেন। কিন্তু সরকার নতুন মামলায় জড়িয়ে সম্পূর্ণ নিষ্ঠুর ও অমানবিক আচরণ করছে।