Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

14kখোলা বাজার২৪, সোমবার, ১৪ মার্চ ২০১৬ : এদেশে একদিন আল্লাহর দ্বীন (ইসলাম) বিজয়ী হবে বলে মন্তব্য করেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দি জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি মীর কাসেম আলী।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া মৃত্যুদণ্ড আপিল বিভাগেও বহাল থাকার পর মীর কাসেম আলীর পরিবারের সদস্যরা কাশিমপুর কারাগারে তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এমন মন্তব্য করেন। কে এতথ্য জানিয়েছেন মীর কাসেম আলীর স্ত্রী খন্দকার আয়েশা খাতুন।
মীর কাসেম আলী তার পরিবারের সদস্যদের কাছে বলেছেন, যুদ্ধাপরাধের অভিযোগে যে মামলা করা হয়েছে সেটা কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা নয়। এদেশ থেকে ইসলামী আন্দোলনকে শেষ করে দেওয়ার জন্যই মূলত এ মামলা। আমরা মামলায় পরাজিত হয়েছি, কিন্তু, এদেশে একদিন আল্লাহর দ্বীনই বিজয়ী হবে। তবে, আমাদের যতটুকু আইনি সুযোগ আছে আমরা ততটুকু দেখবো। মামলা আসলে মুখ্য বিষয় নয়, তাদের টার্গেট হলো ফাঁসি দেওয়া। তারা আমাদেরকে ফাঁসি দেবেই।
এবিষয়ে মীর কাসেমের মেয়ে তাহেরা তাসনীম তার ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন।
তিনি তার স্ট্যাটাসে উল্লেখ করেছেন, ‘আজকে আব্বুর সাথে দেখা করতে গিয়েছিলাম। সময় খুব স্বল্প ছিল তাই বেশি কিছু বলতে পারেননি। তবে আমাদের অনুরোধে তিনি দেশবাসী ও তার শুভাকাঙ্খিদের উদ্দেশ্য কিছু কথা বলেন। প্রথমে তার নাতনী সূরা ফাতেহা তেলওয়াত করে তারপর সবাই মিলে আমরা মোনাজাত করি। তারপর তিনি কিছু কথা রাখেন।
তিনি বলেন, নিশ্চয়ই শয়তানদের চক্রান্ত নস্যাত হবে এবং আল্লাহর দ্বীনই বিজয়ী হবে। অবশ্যই সত্যের বিজয় হবে আর মিথ্যার পরাজয় হবে, ইনশাআল্লাহ।
তিনি পরিবারের কাছে আরও বলেন, এখন আল্লাহ আমাকে পুরোপুরি তার জিম্মায় নিয়ে নিয়েছেন। অতএব এখন আমার আর কোন ভয় নেই। কারণ, আল্লাহ যাদের পক্ষে, বিজয় তাদের নিশ্চিত। আল্লাহ আমাদের পরীক্ষা করছেন আর বিজয়ও তিনিই দেবেন। অতএব দুশ্চিন্তার কোন কারণ নেই।
তিনি সবাই কে দোয়া করতে বলেছেন এবং হতাশ হতে নিষেধ করেছেন। আল্লাহর উপর পূর্ণআস্থা রাখতে বলেছেন। আল্লাহ অবশ্যই এই দেশের জমিনে ন্যায় প্রতিষ্ঠিত করবেন। আল্লাহ অবশ্যই এই দেশে আল্লাহর দ্বীন কায়েম করবেন।