Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

59kখোলা বাজার২৪, সোমবার, ১৪ মার্চ ২০১৬ : রাশিয়া ও ব্রিটেন এবং ন্যাটো জোটের মহাসচিব তুরস্কের রাজধানী আঙ্কারায় সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন। তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ মুয়াজ্জেন ওগলু জানিয়েছেন, গতরাতে সন্ত্রাসীদের পেতে রাখা বোমা বিস্ফোরণে এ পর্যন্ত ৩৪ জন নিহত এবং আহত হয়েছে ১২৫ জন। আহতদের মধ্যে ১৯ জনের অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনার প্রতিক্রিয়ায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পুশকভ এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট পুতিন আঙ্কারায় সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে তুর্কি জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন।
রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদভও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বলেছেন, সন্ত্রাসবাদের কোনো ব্যাখ্যা থাকতে পারে না।
এদিকে, ন্যাটো জোটের মহাসচিব স্টোলেটেনবার্গও আঙ্করায় ভয়াবহ সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন। তিনি এক বিবৃতিতে বলেছেন, এ ধরণের সহিংস কর্মকাণ্ডের কোনো যুক্তি থাকতে পারে না।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুনও এক টুইটার বার্তায় তুর্কি জনগণকে সমবেদনা জানিয়ে বলেছেন, আঙ্কারায় সন্ত্রাসী হামলায় বিস্মিত হয়েছি।