খোলা বাজার২৪, শনিবার, ১৯ মার্চ ২০১৬ : দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে সংসদ থেকে ছিটকে পড়া বিএনপি ভিশন ২০৩০ ঘোষণা করেছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শনিবার দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলে ভিশন ২০৩০ এর ঘোষণা দেন।
সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কাউন্সিল শুরু হয়েছে। সাড়ে ১০টার দিকে সেখানে পৌঁছানোর পর ১২টা ৫০ মিনিটে বক্তব্য শুরু করেন খালেদা।
খালেদা জিয়া বলেন, বিটিভির বিকল্প পৃথক চ্যানেল চালু করা হবে। উপযুক্ত বাস্তবমুখী প্রকল্প গ্রহণ করা হবে। প্রশাসনিক অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ করা হবে।
বিএনপি ক্ষমতায় এলে কীভাবে ২০৩০ সালের মধ্যে দেশকে সমৃদ্ধ করা যায় সেদিক বিবেচনায় করে নানা পরিকল্পনার কথা বলেন তিনি।
দেশে বিনিয়োগ কমে গেছে দাবি করে তিনি বলেন, বিনিয়োগ বৃদ্ধির কার্যকর ব্যবস্থা নেয়া হবে। যাকাতকে দারিদ্র্য বিমোচনের উপায় হিসেবে কাজে লাগানো হবে।