Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

22kখোলা বাজার২৪, শনিবার, ১৯ মার্চ ২০১৬ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের বিশাল জলসীমার সুরক্ষায় নৌবাহিনীর আভিযানিক সক্ষমতা বাড়াতে নৌবহরে সংযোজিত হলো নতুন তিনটি আধুনিক যুদ্ধজাহাজ। এই জাহাজ দেশের সম্পদ ও বিশ্বশান্তি রক্ষায় ভূমিকা রাখবে।
আজ শনিবার জাহাজগুলো কমিশনিং অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই কথা বলেন।
শেখ হাসিনা বলেন, নৌবাহিনীতে নতুন যুদ্ধজাহাজ যুক্ত হওয়ায় এই বাহিনী আরো একধাপ এগিয়ে গেল। এই জাহাজের প্রয়োজন কেবলই নৌবাহিনীর জন্য নয়, সমগ্র দেশের জাতির জন্যই এটি প্রয়োজন।
তিনি বলেন, আমরা নৌবাহিনীকে আরো শক্তিশালী করে গড়ে তুলতে চাই। এজন্য যেসব পদক্ষেপ নেয়া দরকার তা আমরা নিচ্ছি। আমরা চাই দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানের হোক।
নতুন যুক্ত হওয়া তিনটি যুদ্ধজাহাজের মধ্যে বানৌজা ‘সমদ্র অভিযান’ যুক্তরাষ্ট্র থেকে এবং বানৌজা ‘স্বাধীনতা ও ‘প্রত্যয়’ চীন থেকে আনা হয়েছে।
বানৌজা ‘সমুদ্র অভিযান’ ঘণ্টায় প্রায় ২৯ নটিক্যাল মাইল গতিতে চলতে পারে। আর বানৌজা ‘স্বাধীনতা ও ‘প্রত্যয়’ নামের আধুনিক ক্ষমতা সম্পন্ন জাহাজ দুটি বিমান বিধ্বংসী কামান, জাহাজ বিধ্বংসী মিসাইল এবং সমুদ্র তলদেশের টার্গেটে আঘাত হানতে সক্ষম।