Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

18kখোলা বাজার২৪, রবিবার, ২০ মার্চ ২০১৬ : রাজধানীতে বাসের চাপায় প্রাইভেট কারআরোহী এক পরিবারের তিনজন নিহত হয়েছেন।
রাজধানীর খিলক্ষেতে ফ্লাইওভারের কাছে রোববার বিকাল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত একজনের নাম দেলোয়ার হোসেন (৬৫)। অন্য দুই নারী তার বোন আনোয়ারা বেগম (৪০) ও ভাগ্নি লাভলী(২২)।
তাদের বাড়ি গাজীপুরে। দেলোয়ার একজন অবসরপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট।
দুর্ঘটনায় প্রাইভেটকার চালকও আহত হয়েছেন।
খিলক্ষেত থানার এসআই শহিদুর রহমান বলেন, “ঢাকামুখী প্রাইভেটকারটির উপর পেছন দিক থেকে উঠে পড়ে এনা পরিবহন নামের বাসটি।”
এনা পরিবহনের বাসটি আগে থেকে দাঁড়িয়ে থাকা তেঁতুলিয়া পরিবহনের আরেকটি বাসেও ধাক্কা দেয়। এতে তেঁতুলিয়া পরিবহনের বাসটি উল্টেও কয়েকজন আহত হন বলে জানান এসআই শহিদুর।
দেলোয়ারের ছেলের সহকর্মী সাইদ বলেন, বোন আর ভাগ্নিকে নিয়ে দেলোয়ার গাজীপুর থেকে ঢাকায় চিকিৎসক দেখাতে আসছিলেন।
বয়স্ক দেলোয়ার নিয়মিত মেডিকেল চেকআপের জন্য ঢাকায় আসতেন বলে জানান সাইদ।