Sat. Mar 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

21kখোলা বাজার২৪, শনিবার, ২৬ মার্চ ২০১৬ : ওয়ানডে বিশ্বকাপ থেকে ধারাবাহিকভাবে ভালো খেলে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে টাইগার ক্রিকেটাররা। ওয়ানডে ক্রিকেটে সাফল্য ছিল রীতিমত ঈর্ষনীয়। ওয়ানডেতে ব্যাপক উন্নতির পর অধিনায়ক মাশরাফির কণ্ঠে ছিল টি-টোয়েন্টি ফরমেটেও এগিয়ে যাওয়ার প্রত্যয়, যার প্রতিফলন ইতোমধ্যেই পড়তে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেটে। পাকিস্তান, শ্রীলংকার মত দলকে হারিয়ে জায়গা করে নেয় এশিয়া কাপের ফাইনালে।
এরপর বিশ্বকাপের প্রথম পর্বে সবগুলো ম্যাচ জিতে জায়গা করে নেয় মূল পর্বে। সুপার টেনে কোন জয়ের দেখে না পেলেও অস্ট্রেলিয়ার সাথে লড়াই করে হেরেছে টাইগাররা। আর ভারতের কাছে অবিশ্বাস্যভাবে এক রানে হেরে যায় মাশরাফি বাহিনী।
টাইগারদের সাম্প্রতিক এই পারফর্মেন্সে মুগ্ধ ভারতের কিংবদন্তী সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী। ভারতের সাবেক এই অধিনায়ক বলেন, বিশ্বকাপে বাংলাদেশের কয়েকটা ম্যাচ জেতা উচিত ছিলো। আগের থেকে বাংলাদেশ এখন অনেক উন্নতি করেছে। বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচে আমি ভারতের অধিনায়ক ছিলাম। সেই বাংলাদেশের সাথে এই বাংলাদেশের অনেক পার্থক্য।
তিনি আরও বলেন, বাংলাদেশের ক্রিকেট অনেক ভালো করছে আর ভবিষ্যতে আরও এগিয়ে যাবে।