Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

31kখোলা বাজার২৪, শনিবার, ২৬ মার্চ ২০১৬ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৬তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ একটি স্মারক ডাকটিকিট, একটি উদ্বোধনী খাম এবং একটি ডেটা কার্ড অবমুক্ত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকালে এখানে তাঁর সরকারি বাসভবন গণভবনে ১০ টাকা মূল্যের একটি ডাকটিকিট ও একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যের একটি ডেটা কার্ড অবমুক্ত করেন। এ উপলক্ষে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ মাহফুজুর রহমান ও বাংলাদেশ ডাকঘরের মহাপরিচালক প্রভাষ সাহা এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। আজ থেকে ঢাকা জিপিওর ফিলাটেলিক ব্যুরোতে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম এবং ডেটা কার্ড বিক্রয় করা হবে। পরে, অন্যান্য জিপিও এবং সারা দেশের প্রধান ডাকঘরসমূহে এগুলো পাওয়া যাবে। চারটি জিপিওতে উদ্বোধনী খামে ব্যবহার করার জন্য ‘বিশেষ সীলমোহরের’ ব্যবস্থা করা হয়েছে।