খোলা বাজার২৪, শনিবার, ২৬ মার্চ ২০১৬ : চ্যাম্পিয়ন হয়ে এসে বিদায়ের সরণিতে দাঁড়িয়ে অ্যাঞ্জেলো ম্যাথুজের দল। দিল্লিতে ইংল্যান্ডের কাছে হারলেই বেজে যেতে পারে বিদায়ঘণ্টা। ইংল্যান্ডও খুব স্বস্তিতে নেই। ‘কালো ঘোড়া’ হয়ে বিশ্ব টি-টোয়েন্টি শুরু করা এউইন মরগানের দলও বাদ পড়তে পারে হেরে গেলে। দুই দলের জন্যই ম্যাচটা তাই বাঁচা-মরার। আর ফিরোজ শাহ কোটলায় সেই ম্যাচে টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছে শ্রীলঙ্কা।
তিন ম্যাচ খেলা ইংল্যান্ডের পয়েন্ট ৪ আর দুই ম্যাচে শ্রীলঙ্কার ২। কাল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে গ্রুপ-১ থেকে সেমিফাইনালের টিকিট কেটে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। আজ ইংল্যান্ড জিতলে সমান ৬ পয়েন্ট নিয়ে তাদের সঙ্গী হবে ইংল্যান্ডও। আজ ইংল্যান্ডের সঙ্গে জিততে না পারলেও তাই বিদায় নিশ্চিত হয়ে যাবে শ্রীলঙ্কার। ছিটকে পড়বে তখনও প্রোটিয়ারাও। আজ শ্রীলঙ্কা জিতলে তিন দলেরই সম্ভাবনা থাকবে। শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা শেষ ম্যাচের ফলে দ্বিতীয় সেমিফাইনালিস্ট নির্ধারিত হবে।