Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

29kখোলা বাজার২৪, রোববার, ২৭ মার্চ ২০১৬ : ক্যামেরুনে বিস্ফোরকসহ গ্রেফতার হওয়া দুইজন কিশোরীর একজন দাবি করেছেন, দুই বছর আগে নাইজেরিয়া থেকে যে দুই শতাধিক স্কুলছাত্রীকে অপহরণ করা হয়েছিল, সে তাদের অন্যতম। ওই মেয়েটির পরিচয় নিশ্চিত করতে ইতিমধ্যে নাইজেরীয় কর্তৃপক্ষ তার অভিভাবককে ক্যামেরুনে পাঠিয়েছে।
নাইজেরিয়ার চিবুক থেকে ২০১৪ সালে ২৭০জন স্কুলছাত্রীকে অপহরণ করে বোকো হারাম জঙ্গিরা। ৫০জন মেয়ে পালিয়ে আসতে পারলেও, এখনো ২১৯জন মেয়ের কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি।
প্রচুর বিস্ফোরকসহ ক্যামেরুনের একটি চেকপোস্টে শুক্রবার দুই কিশোরীকে আটক করা হয়। দআত্মঘাতী হামলা চালানোরদ জন্য বোকো হারাম তাদের পাঠিয়েছিল বলে নিরাপত্তা কর্মীরা ধারণা করছে। পরে তাদের একজন দাবি করে, বোকো হারাম চিবুক থেকে যেসব স্কুলছাত্রীকে অপহরণ করেছিল সে তাদের মধ্যে অন্যতম। বিষয়টি যাচাই করে দেখতে চিবুকের অভিভাবকদের ক্যামেরুনে পাঠিয়েছে নাইজেরিয়া।
নাইজেরিয়া বলছে, এই দাবির বিষয়টি তারা সতর্কতার সঙ্গে যাচাই করে দেখছে। পরিচয় সনাক্ত হলে তাদের নাইজেরিয়ায় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। অপহরণকারী বোকো হারাম সম্পর্কে তারা গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারবে বলেও ধারণা করা হচ্ছে।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারির মুখপাত্র গারবা শেহু বলেন, ‘ আমরা আশা করছি চিবুকের অভিভাবকরা মেয়েটিকে চিহ্নিত করতে সক্ষম হবেন যে, সে আদতে নিখোঁজ স্কুলছাত্রীদের মধ্যে অন্যতম কি না।’