খোলা বাজার২৪,বুধবার, ৬ এপ্রিল ২০১৬: ব্রাজিলিয়ান তারকা নেইমারকে পেতে স্প্যানিশ ক্লাব বার্সেলোনাকে ট্রান্সফার ফি বাবদ ২১.৯ কোটি ডলারও দিতে রাজি প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)! দুই দিন আগে এমনই এক প্রতিবেদন প্রকাশ করে ফরাসি সংবাদ মাধ্যম। তবে এসব খবরকে উড়িয়ে দিলেন বার্সেলোনার সভাপতি জোসেপ বার্তোমেউ। তিনি সরাসরি জানিয়ে দিলেন, নেইমারকে বিক্রি করার কোন ইচ্ছে নেই তাদের।
এ বিষয়ে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার সভাপতি জোসেপ বার্তোমেউ বলেন, ‘নেইমারকে নিয়ে কোন বিতর্ক নেই। নেইমারের বিষয়টা খুব স্পষ্ট। সে খুবই প্রতিভাবান ফুটবলার। তার বিষয়ে অন্য কোন ক্লাব কথা বলতে এলে আমরা তা অনুমোদন করব না।’ স্বদেশী ক্লাব সান্তোস ছেড়ে বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকেই দুর্দান্ত খেলছেন নেইমার। মেসি-সুয়ারেজদের সঙ্গে খেলে অসাধারণ পারফরম্যান্স উপহার দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন ২৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকা।