Wed. Mar 19th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

12kখোলা বাজার২৪, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০১৬:  ভারতের মুম্বাইয়ের কাছে থানের ভিওয়ান্ডেতে একটি গার্মেন্টস ও সাথের একটি ভবনে আগুন লেগেছে। এর মধ্যে বেশ কয়েকজন মানুষ আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। টিভিতে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, মানুষ ছাদে দাঁড়িয়ে আছে।
এদের মধ্যে কেউ কেউ মই দিয়ে নিচে নামার চেষ্টা করছে। টিভির প্রতিবেদনে অনুযায়ী, আগুনের সূত্রপাতের সময় গার্মেন্টসটি বহুতল ভবনটির মধ্যে ১৫০ জনের মতো ছিল বলে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রনে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১২টি ইঞ্জিন। তবে, কী ভাবে আগুন লাগল তা জানা যায়নি। সর্ট সার্কিটই আগুনের উৎস বলে মনে করছেন দমকল কর্মীরা।
প্রতিবেদন অনুযায়ী, ভবনের নিচের তলা থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর তা দ্রুত ছড়িয়ে পড়ে। বহুতলটি জুড়ে রয়েছে পোশাক কারখানা। রাতের শিফটে বহু মানুষ সেখানে কাজ করছিলেন। সকালে আরও মানুষের কাজে যোগ দেওয়ার কথা। তারমধ্যে কারখানার যত্রতত্র রয়েছে কেমিক্যাল। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন দমকল কর্মীরা।