খোলা বাজার২৪, বুধবার, ১৩ এপ্রিল ২০১৬: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, এমপিকে বাংলা নববর্ষ-১৪২৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা এস, এম, খুরশিদ-উল-আলম মঙ্গলবার বিকেলে পৃথকভাবে নববর্ষের শুভেচ্ছার এই কার্ড পৌঁছে দেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে জানান, বিকেল ৩টা ৪০ মিনিটে জাতীয় পার্টির চেয়ারম্যানের সহকারি একান্ত সচিব মো. মঞ্জুরুল ইসলামের নিকট এবং ৩টা ৪৫ মিনিটে বিরোধী দলীয় নেতার সহকারি একান্ত সচিব এ, কে, এম, আবদুর রহিম ভূঞার নিকট বাংলা নববর্ষ-১৪২৩ এর শুভেচ্ছা কার্ড পৌঁছে দেয়া হয়।