Thu. Mar 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

7খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০১৬: দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল সায়েনুরি পার্টি। বুধবার প্রকাশিত আংশিক ফলাফলে দেখা যায় ১৬ বছর পর প্রথমবারের মতো সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে দলটি, খবর বিবিসির। ৮৫ শতাংশ ভোট গণনার পর দেখা যায়, পার্লামেন্টের ৩০০ আসনের মধ্যে ক্ষমতাসীন মধ্য-ডানপন্থি সায়েনুরি পার্টি ১২২টি আসনে জয় পেয়েছে, অপরদিকে বিরোধীদল মিনজো পার্টি জয় পেয়েছে ১২৩টি আসনে।
এর আগে শেষ পার্লামেন্টে নির্বাচনে জাতীয় পরিষদে অল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল সায়েনুরি পার্টি। বিশ্লেষকরা বলছেন, দেশের অর্থনীতি নিয়ে অসন্তোষের কারণেই সম্ভবত ভোটারদের সমর্থন হারিয়েছে সরকার। পার্লামেন্ট নির্বাচনের এই ফলাফলে আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট পার্ক গেয়ুন হাইয়ের পুনর্র্নিবাচনের আশাও মলিন হয়েছে। দেশের অর্থনীতিকে পার্ক যেভাবে পরিচালনা করছেন তা নিয়ে সমালোচনা চলছিল। ক্রমবর্ধমান বেকারত্ব তরুণ প্রজন্মকে হতাশ করছে, রপ্তানি হ্রাস পেয়েছে কিন্তু পারিবারিক ঋণ বেড়েই চলছে।
অর্থনীতি নিয়ে অসন্তোষ নির্বাচনে প্রভাবক ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে। এছাড়া চাকরিচ্যুত কর্মজীবীদের আইনি সুরক্ষা দুর্বল করার সরকারি উদ্যোগ এবং বিরোধীদের দমন-পীড়নের নীতিও প্রেসিডেন্ট পার্কের বিপক্ষে গেছে বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনপূর্ব জরিপে ক্ষমতাসীন দল সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে বলে আভাস দেওয়া হয়েছিল। কিন্তু ভোট গ্রহণের পর ফলাফল প্রকাশ শুরু হতেই বিরোধীদলের সাফল্য পরিষ্কার হতে শুরু করে। তুলনামূলকভাবে অন্যান্য বিরোধীদলও ভালো ফল করেছে। পিপলস পার্টি ৩৮টি আসন এবং জাস্টিস পার্টি ছয়টি আসন পেতে যাচ্ছে। ৩০০ আসনের পার্লামেন্টের ২৫৩ জন সদস্য সরাসরি নির্বাচিত হন। বাকী ৪৭টি আসন প্রাপ্ত ভোটের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে বন্টন করে দেওয়া হয়।