খোলা বাজার২৪, শুক্রবার, ১৫ এপ্রিল ২০১৬: বাংলা নববর্ষে নতুন পোশাক না পেয়ে ঝিনাইদহের শৈলকুপায় অভিমানে আত্মহত্যা করেছেন ১৪ বছরের কিশোরী নুপুর।
বৃহস্পতিবার সন্ধ্যায় শৈলকুপা উপজেলার কাজী নওয়াপাড়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
নুপুর কামান্না হাই স্কুলের ৭ম শ্রেণির ছাত্রী।
শৈলকুপা থানার ওসি মহিবুল ইসলাম জানান, সাম্প্রতিককালে পহেলা বৈশাখে শহরের পাশাপাশি গ্রামেও লোকে নতুন পোশাক পরে। পড়শিদের দেখাদেখি নুপুর বাবার কাছে নতুন পোশাকের আবদার করেছিল। দরিদ্র কৃষিজীবী পিতা আব্দুস সাত্তার মেয়ের আবদার মিটাতে পারেন নি। অভিমানে নুপুর বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
এ ব্যাপারে শৈলকুপা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ওসি।