Sat. Mar 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

23খোলা বাজার২৪, রবিবার, ২৪ এপ্রিল ২০১৬: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা কারো মুখাপেক্ষি হয়ে থাকব না। নিজেরাই নিজেদের উন্নয়ন নিশ্চিত করবে। আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করা জাতি আমরা পারবো। আর জাতির পিতা আমাদের শিখিয়ে গেছেন, আমরা কারো কাছে মাথানত করে থাকবো না।
রাজধানীর আগারগাঁওয়ে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরে রবিবার দুপুরে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
সেখানে ঢাকা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসসহ দেশের ৯টি আঞ্চলিক পাসপোর্ট অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন করেন তিনি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভবনগুলোর উদ্বোধন করার পর বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় দ্রুততার সঙ্গে এক কোটি ৪০ লাখ মেশিন রিড্যাবল পাসপোর্ট তৈরি করতে বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের কর্মকর্তা ও কর্মচারীরা যে অক্লান্ত পরিশ্রম করেছেন সে জন্য ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
এ প্রসঙ্গে তিনি বলেন, আপনাদের এই অর্জন নিয়ে সংবাদ মাধ্যমে খবর তেমন দেখছি না। তবে যখন আন্তর্জাতিকভাবে মেশিন রিড্যাবল পাসপোর্ট (এমআরপি) বাধ্যতামূলক করা হলো তখন সংবাদমাধ্যমগুলো কেবলই হতাশার খবর দিয়েছে, বলেছে এই সময়ের মধ্যে তা সম্ভব হবে না। কিন্তু যখন করে দেখানো হলো, তখন আর সংবাদমাধ্যমগুলো তা নিয়ে কথা বলছে না।
প্রধানমন্ত্রী আরও বলেন, সামান্য খুঁত দেখলেই তা বড় করে প্রকাশ ও প্রচার করা হয়, কিন্তু ভালো কিছু হলে তা ভুলে যায় সংবাদমাধ্যমগুলো।
প্রধানমন্ত্রী বলেন, দেশে সংবাদমাধ্যমের বিকাশের জন্য টেলিভিশন রেডিওর লাইসেন্স তার সরকার দিয়েছে, কিন্তু সেগুলোতে টক শো করার সুযোগ তৈরি হয়েছে। কিন্তু এসব টক শোতে সরকারের সমালোচনাই বেশি হয়। সরকার ভালো কাজ করলে তারা দেখতে পায় না।
পরিশ্রমের মধ্য দিয়ে যারা হাতে হাতে পাসপোর্ট তুলে দিতে পারছে তাদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
এর আগে ঢাকা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস ছাড়াও মানিকগঞ্জ, কুষ্টিয়া, পাবনা, পটুয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ ও দিনাজপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিসের নতুন ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৬ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।