খোলা বাজার২৪, সোমবার, ৯ মে ২০১৬: ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
সোমবার দুপুর সোয়া ৩টার দিকে আপিল বিভাগ এ রায় প্রকাশ করেন।
রায় প্রকাশের ফলে নিজামীর ফাঁসি কার্যকরে আর কোনো বাধা থাকল না। এখন তিনি শুধু রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার সুযোগ পাবেন।
এই রায়ের কপি এখন সুপ্রিম কোর্ট থেকে কেন্দ্রীয় কারাগার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে যাবে।