খোলা বাজার২৪, শুক্রবার, ২০ মে, ২০১৬: পাকিস্তান, ভারত, নেপাল ও আফগানিস্তানে একের পর এক ভূমিকম্প চলছেই। এরমধ্যে আরেকটি আতংকের খবর দিল মার্কিন বিজ্ঞানীরা।
তা হল যেকোনো মুহূর্তে ভয়ংকর ভূমিকম্প হতে পারে কাশ্মীরে। যার তীব্রতা হবে ৮ মাত্রা বা তারও বেশি। ভূস্বর্গের এ মারাত্মক ভূমিকম্পে প্রাণ যেতে পারে ১০ লাখেরও বেশি মানুষের।
এমনই ভয়ানক সতর্ক বার্তা দিলেন একদল মার্কিন বিজ্ঞানী। বুধবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে। অরিগন স্টেট ইউনিভার্সিটির পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, জম্মুর কাছে রিয়াসি ফল্টে বেশ কয়েকদিন ধরেই প্রবল চাপ সৃষ্টি হয়েছে।
এ চাপ যখন সরবে, তখনই বিশাল ভূমিকম্প হওয়ার আশংকা রয়েছে। রিখটার স্কেলে যার তীব্রতা হতে পারে ৮ বা তারও বেশি।