খোলা বাজার২৪, সোমবার, ২৩ মে, ২০১৬: উত্তর থাইল্যান্ডে একটি স্কুল ডরমিটরিতে আগুন লেগে কমপক্ষে ১৭ ছাত্রী নিহত হয়েছেন। বিবিসি তার প্রতিবেদনে দেশটির পুলিশের বরাত দিয়ে জানায়, রবিবার সন্ধ্যার দিকে স্কুলে ডরমিটরিতে আগুন লাগে। এ সময় ৫ থেকে ১৩ বছর বয়সী অধিকাংশ শিশুই ঘুমিয়ে ছিল।
স্থানীয় এক কর্মকর্তা জানান, ডর্মে ৩৮ জন শিক্ষার্থী ছিল আরো দুইজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং ৫ জন আহত হয়েছে। স্থানীয় পুলিশ কল প্রায়েড সিংসিন বলেন, আগুনের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে।
চাং রাইতে অবস্থিত আগুন লাগা বিল্ডিংয়ের বেশ কিছু ছবি প্রকাশ করেছে স্থানীয় সংবাদপত্রগুলো। সেখানে তখন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছিল ফায়ার ফাইটাররা।