Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

48খোলা বাজার২৪, বুধবার, ২৫ মে, ২০১৬: নৌ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন পায়রা বন্দরের মূল চ্যানেলে রক্ষণাবেক্ষণ ডেজিং কাজ সম্পাদনের লক্ষ্যে বেলজিয়ামের কম্পানি জান ডি নুল এর সাথে পায়রা বন্দর কর্তৃপক্ষের সাথে এক সমজোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
আজ নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রীর মিন্টু রোডের সরকারি বাসভবনে অনাড়ম্বর এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চূক্তিতে স্বাক্ষর করেন পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ক্যাপ্টেন মো: সাইদুর রহমান এবং জান ডি নুলের পক্ষে ড্যানি ডি হার্ট।
এ সময় উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব আশোক মাধব রায় ও নৌ পরিবহন মন্ত্রনালয়ের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।
মন্ত্রী শাজাহান খান বলেন ,পায়রা বন্দর প্রকল্পটি সরকারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের অন্যতম প্রকল্প। এ বন্দরের উন্নয়নের উপর দেশের অর্থনৈতিক উন্নয়ন অনেকাংশে নির্ভরশীল।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৃজনশীল কূটনৈতিক তৎপরতা ও নেতৃত্বে আমরা বিস্তীর্ণ সাগরের ওপর একচ্ছত্র মালিকানা অর্জন করেছি। এখন সময় অফুরান এ সমুদ্র সম্পদ ও সম্ভাবনা কাজে লাগিয়ে জাতীয় অর্থনীতিকে আরও মজবুত করে তোলা। সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বাধাগ্রস্থ কারীদের বিরুদ্ধে সজাগ থাকতে মন্ত্রী সকলের প্রতি আহবান জানান।
মন্ত্রী বলেন, পায়রা বন্দর নির্মাণ প্রকল্প বাস্তবায়নকল্পে ১৯টি কম্পনেন্ট এর কাজ জরুরী ভিত্তিতে করা প্রয়োজন। ক্যাপিটাল ড্রেজিং কাজটি সবার আগে করা দরকার এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। ক্যাপিট্যাল ডেজিং কাজটি দ্রুত শুরু করা হলে সংশ্লিষ্ট অন্যান্য কম্পনেন্ট গুলোর কার্যক্রম সম্পাদন করার লক্ষ্যে আগ্রহী দেশ ও প্রতিষ্ঠান পায়রা বন্দরে বিনিয়োগে এগিয়ে আসবে। পায়রা বন্দরের ড্রেজিং কাজ শুরু হলে সেখানে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কয়লা জাহাজ যোগে জেটিতে আনায়ন করা সম্ভব হবে।
তিনি বলেন, পায়রা বন্দর কর্তৃপক্ষ তার ‘মধ্য-মেয়াদী পরিকল্পনা’ অনুযায়ী আগামী ২০১৮ সালের মধ্যে ১০ মিটার গভীরতার চ্যানেল ড্রেজিং, একটি মাল্টিপারপাস ও একটি বাল্ক টার্মিনালসহ বন্দর অবকাঠামো তৈরী করে বন্দর কার্যক্রম শুরু করার পদক্ষেপ গ্রহণ করেছে।